কাইযুম চৌধুরী, সীতাকুণ্ডঃ
“আলো ” মানবিক উন্নয়ন সংগঠনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সীতাকুণ্ড পৌরসভাস্থ দক্ষিণ ইদিলপুর বীর মুক্তিযোদ্বা বদিউল আলম পৌর প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে হতদরিদ্র ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলো মানবিক উন্নয়ন সংগঠনের উপদেষ্টা সাবেক বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা জামাল উল্লাহ ‘র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম। অন্যান্যদের বক্তব্য রাখেন সীতাকুণ্ড পৌরসভার ০৮ নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব মফিজুর রহমান, কবি ও সাংবাদিক আতাউল হাকিম আরিফ, বারামখানা সংগঠনে সভাপতি ইকবাল হোসেন টিপু, আলো ‘র সভাপতি হারুণ অর রশীদ,আলো’র সহ সভাপতি ছাত্রলীগ নেতা সভাপতি ইব্রাহিম বাবুল, জালাল আহম্মদ অটিষ্টিক স্কুলের প্রধান শিক্ষক তপন চক্রবতী, সীতাকুন্ড প্রতিবন্ধী সংগঠনের সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, ইপসার কর্মকর্তা তাপস নন্দী, সীতাকুণ্ড বৃদ্ধাশ্রমের কর্মকর্তা হাফেজ মো. ফরিদুল ইসলাম,সংগঠক রাফি চৌধুরী,
আলো’র সদস্য মোঃ জামশেদ উদ্দিন, মোঃ হারুন, নীলা চৌধুরী, আনসারা বেগম, কনিকা চক্রবতী, কামরুন নাহার, শিক্ষিকা পারভীন আক্তার, রোকেয়া বেগম, জেবুন নাহার প্রমুখ। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. গোলাম সাদেক। প্রধান অতিথি পৌর মেয়র আলহাজ্ব মো. বদিউল আলম বলেন প্রায়শ; লক্ষ্যে করি বিভিন্ন ব্যানারধারী সংগঠন অনেকগুলো সাধারণত সমাজের উচ্চশ্রেণির মানুষদের নিয়েই অনুষ্ঠান করে থাকে, নিজেদের প্রপাগাণ্ডায় তাঁদের কার্যক্রম পরিচালিত হয়, সংগঠনের উদ্দেশ্যের সাথে কাজের মিল খুঁজে পাওয়া যায়না। সেক্ষেত্রে ” আলো” বরাবরই ব্যতিক্রম। সংগঠনটি বিগত ৭ বছর যাবত পিছিয়ে পড়া জনগোষ্ঠী বিশেষ করে বিশেষ চাহিদা সম্পন্নদের অগ্রাধিকারের ভিত্তিতে তাঁদের কার্যক্রম পরিচালনা করে থাকে, তাঁদেরকে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও শিক্ষা উপকরণ সামগ্রী প্রদান করে সহযোগিতা করে আসছে। এছাড়াও গ্রামগঞ্জে সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য সচেততা বৃদ্ধিতেও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি আরো বলেন মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জনের অন্যতম উদ্দেশ্য ছিলো শ্রেণী বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলা, সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে অনেক ধরণের সহায়তা প্রদান করছে, সামাজিক সংগঠন ও ব্যক্তি পর্যায়ে সেই কাজটিকে এগিয়ে নিতে হবে। আলো ‘ সেই কাজটিই করছে, সমাজের অন্ধকার দূর করে আলোকবর্তিকা ছড়িয়ে দিচ্ছে। আলোচনা সভা শেষে সংগঠনটির পক্ষে প্রধান Acres হতদরিত্র ও বিশেষ চাহিদা সম্পন্ন ৩৫ জন ব্যাক্তিদের মধ্যে খাদ্য সামগ্রী ও ২৫ জন দরিদ্র ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেয়া হয়।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply