কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ
চট্টগ্রাম সীতাকুণ্ডে চন্দ্রনাথ ধামে হিন্দুদের সনাতনী ধর্মালম্বীদের ৩ দিন ব্যাপী শিব চতুর্দর্শী মেলায় সম্পন্ন হয়েছে। চন্দ্রনাথ পাহাড়ে উঠতে গিয়ে ভীড়ে ১ জনেন মৃত্যু,অসুস্হ হয়েছিল ২৫০০ জন,
ছিনতাইকারী ১০০ জনকে আটক করাসহ ৬০টি মোবাইল পুলিশ উদ্ধার করেছে পুলিশ।
সীতাকুন্ড মডেল থানার ওসি কামাল উদ্দীন পিপিএম আমাদের সময় কে জানায়,,গত শুক্রবার মেলা শুরু থেকে রবিবার মধ্যরাত প্রযন্ত মডেল থানার ওসি কামাল উদ্দিনের নেতৃত্বে বিভিন্ন টিম ওয়ার্ক অভিযান চালিয়ে মোট ১০০ জন ছিনতাইকারী ও ৬০টি মোবাইল উদ্ধার করে।অপরদিকে লাখ লাখ পূর্ণার্থী ১২০০ ফুট উপরে পাহাড়ের চূঁড়ায় উঠতে গিয়ে প্রচন্ড ভিড়ের কারণে ১ জন পূর্ণার্থীর মৃত্যু হয়।তাছাড়া এই ভিড়ের ফলে ২৫০০ জন পূর্ণার্থী অসুস্হ হয়ে পড়ে।নিহত পূর্ণার্থীর নাম দিলীপ শাহ্ (৫৫)।সে বরিশাল জেলার রবি শাহ্'র পুত্র।এই শিব চতুর্দশী মেলায় পর্যাপ্ত পরিমাণ পুলিশের নজরদারী থাকার ফলে গুরুতর কোন অপ্রীতিকর ঘটনাও ঘটে।
এব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দিন পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,আমাদের কঠোর নজরদারীতে এবার মেলাটিতে পূর্ণার্থীরা কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই তারা পূঁজা পালন করতে পারায় আমি সঙ্কা মুক্ত।
সীতাকুণ্ড ুপজেলা নির্বাহী কর্মকর্তা এম কে রফিকুল জানায়,এই মেলায় অনেক পূর্নার্থীর আগমন হয় শুনেছি তবে এবার স্ব চোখে দেখলাম।
খুব ভালভাবে সম্পন্ন হওয়ায় আমি সর্বস্হরে দায়িত্ব পালনকারীদের কাছে কৃতজ্ঞ।