বিশেষ প্রতিনিধিঃ
চট্রগ্রাম রাউজানে পবিত্র মাহে রমজানকে উপলক্ষ করে। মোহাম্মদ আজিজুর রহমান ফাউন্ডেশনের উদ্বেগে দেড় হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।ঢেওয়াহাজী পাড়া মোহাম্মদ আজিজ মঞ্জিল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে। প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম মোহাম্মদ ফজলে করিম চৌধুরী এমপি। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আজিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে ও পৌর যুবলীগের সভাপতি মোহাম্মদ হাসান মাহামুদ রাসেলের সঞ্চালনায়। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র মোহাম্মদ জমির উদ্দিন পারভেজ। রাউজান উপজেলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেন। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। সহ-সভাপতি মোহাম্মদ কামরুল হাসান বাহাদুর যুগ্ন সম্পাদক মোহাম্মদ বশির উদ্দিন খান। কাউন্সিলর মোহাম্মদ জানে আলম (জনি) শ্রীযুক্ত সমীর দাশ গুপ্ত মোহাম্মদ আলমগীর আলী। মোহাম্মদ জসীমউদ্দীন চৌধুরী ইউপি চেয়ারম্যান এবিম মোহাম্মদ জসীমউদ্দীন (হিরু) মোহাম্মদ খোরশেদ জামান চৌধুরী সিআইপি। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা মোহাম্মদ আব্দুল লতিফ যুবলীগ নেতা মোহাম্মদ সারজু।মোহাম্মদ নাসের শ্রীযুক্ত সুমন দে মোহাম্মদ বাবরসহ বিভিন্ন পর্যায়ের নেতা নেতৃবৃন্দ সমবেত ছিলেন। প্রধান অতিথি বলেন আপনার সকলে আমার পরিবার। আমার পরিবারে আমি যেন আমৃত্যু সেবা করে যেতে পারি। প্রত্যেকটা সদস্য যার যার স্থান থেকে সেবা করে যাবেন। সেবাই সম্পদের অংশ।