সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রাম সীতাকুণ্ডে আরো এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।উপজেলার শীতলপুর জুয়েল হোসেন (২৫) নামে এক যুবক সোমবার রাতে তারাবী নামাজ পড়তে ঘর থেকে বের হয়,নামাজ পড়ে সে আর বাড়ী ফিরেনি,মঙ্গলবার অনেক খোঁজাখুঁজির পর সন্ধায় রেললাইনের পাশে কলাবাগানে তার রক্তাক্ত মৃতদেহ পাওয়া যায়। জুযেল শীতলপুর সৈয়দ হোসেনের বাড়ীর মোহাম্মদ মিয়ার ছেলে। তার মৃত্যু রহস্যে ঘেরা,নামাজ পড়া অবস্হায় কে বা কারা ফোন দিয়েছিল,এর পর নামাজ শেষে ফোনের সাড়া দিতে হয়তো দেখা করেছে সেখানেই তাকে হত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তাঁর গায়ে কোনো আঘাতের চিহ্ন ছিলনা, নাক,মুখ কান দিয়ে অধিক রক্তক্ষরণ হয়েছে, হত্যা না রেলের আঘাতে মৃত্যু, ময়না তদন্তে বুঝা যাবে বলে পুলিশ জানায়। সীতাকুন্ড থানার ওসি কামাল উদ্দিন পিপিএম জানায়, এইসব মৃত্যুরই নিখুঁত তদন্ত করা হবে।