ফজল,সুনামগঞ্জ(ছাতক)প্রতিনিধিঃ
ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের সাদারাই গ্রামের প্রবীন মুরব্বি, সালিশ ব্যক্তিত্ব হাজী আব্দুল গনি (৯০) আর নেই। শুক্রবার সকাল ৯ঘটিকার সময় তিনি নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। ইন্না--রাজিঊন। মৃত্যুকালে ৪ ছেলে ৪ মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী আত্মীয়-স্বজন রেখে গেছেন।
তিনি জাউয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও ছাতক উপজেলা খেলাফত মজলিস শাখার শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ (লদুর) পিতা। শুক্রবার বেলা ২ ঘটিকার সময় সাদারাই জামিয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে অনুষ্টিত জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের ছেলে মাওলানা আব্দুল ওয়াদুদ (লুদুর)। জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন সম্পন্ন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জাউয়া দারুল হাদিছ মাদ্রাসার মোহতামিম মাওলানা মুফতি শায়েখ আব্দুস সুবহান, মাওলানা মুফতি আবু সাঈদ সাদারাই, খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন, শ্রমিক মজলিস সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক মাওলানা ফারুক আহমদ , জামেয়া সাদারাই মাদ্রাসার মোহতামিম মাওলানা আবুল খয়ের, খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন , ইসলামী যুব মজলিস সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম আহবায়ক মাওলানা মুফতি আব্দুর রব, কে এম মুশাহিদ আলী, খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা আবু সুফিয়ান ভোক্তা অধিকার সিআরবি সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হাকিম ফারুক আহমদ নোমান, খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা জুনাইদ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ ইমাম উদ্দিন মামুন, যুব মজলিস ছাতক উপজেলা শাখার আহবায়ক হাফিজ তহুর আহমদ নোমান, খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার সমাজকল্যাণ সম্পাদক ইয়াহিয়া খান মাহবুব, প্রচার সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, যুব মজলিস ছাতক উপজেলা শাখার নির্বাহী সদস্য মাওলানা বিলাল আহমদ, আওয়ামী লীগ নেতা লায়েক আহমদ তালুকদার, যুবদল নেতা জসীম উদ্দীন, হাফিজ আবুল কালাম, খেলাফত মজলিস জাউয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম প্রমূখ।