চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার রাইফেল ক্লাব ভবনের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে (ইউসিবি) আগুনের ঘটনা ঘটেছে।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে আগুন লাগার খবর পায় চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।
রাত সোয়া ৯টার দিকে ফায়ার সার্ভিসের চন্দনপুরা ও নন্দনকানন স্টেশনের চারটি ইউনিট আগুন নেভাতে কাজ করছিল।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ বলেন, ব্যাংকের ভেতর আগুন লাগার সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে চারটি ইউনিট কাজ শুরু করে। তবে সিলিং থেকে অনেক বেশি ধোঁয়া বের হচ্ছে। এ কারণে ভেতরে প্রবেশ করা যাচ্ছে না।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলে তিনি জানান।