শাহরিয়ার সুমনঃ
চট্টগ্রামের পর্যটন কেন্দ্র পতেঙ্গা সী-বীচ এলাকায় যানজট নিরসনের লক্ষ্যে চট্টগ্রামের বাস/মিনিবাসের মালিকদের ছয়টি সংগঠন ও একটি শ্রমিক সংগঠন নিয়ে নতুন সংগঠন চট্টগ্রাম মহানগরী বাস/মিনিবাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে নিজস্ব অর্থায়নে অস্থায়ী টার্মিনাল চালু করেন গত ১৪ ই মার্চ।উক্ত বিষয়ে বাংলাদেশ সড়ক শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত চটগ্ৰাম বাস/মিনিবাস শ্রমিক পরিবহন (চট্র-১৭৯) ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেন পতেঙ্গা সী-বিচ এলাকায় প্রতিনিয়ত পর্যটকদের ভিড় জমে পর্যটকরা যাওয়া আসায় সী-বীচ এলাকায় যেন কোন ধরনের যানজটের ভোগান্তিতে না পড়ে সে লক্ষ্যে আমি একজন শ্রমিক নেতা ও বিবেকবান মানুষ হিসাবে চট্টগ্রামের বাস-মিনিবাস মালিকদের ছয়টি সংগঠন ও আমাদের শ্রমিক সংগঠন মিলে আমাদের নিজস্ব অর্থায়নে অস্থায়ী টার্মিনাল চালু করেছি। আশা করছি অতিদ্রুত আমাদের এই নতুন সংগঠন চট্টগ্রাম মহানগরী বাস/মিনিবাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ সী-বীচ এলাকায় যানজট নিরসনে ও বাস/মিনিবাসে জনসাধারণের সুষ্ঠু সেবা নিশ্চিত করতে সক্ষম হবে।উক্ত বিষয়ে শ্রমিক নেতা চটগ্ৰাম বাস/মিনিবাস শ্রমিক পরিবহন (চট্র-১৭৯) ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ মানিক বলেন আমরা চাই পতেঙ্গা সী-বীচ এলাকা যানজট মুক্ত থাকুক। সে লক্ষেই আমরা এই অস্থায়ী টার্মিনাল চালু করেছি।