নিজস্ব প্রতিবেদকঃ
রোববার (১৭ মার্চ ২০২৪ ইং) বিকেল ৫টার দিকে দক্ষিণ সুরমার কদমতলি ঝালোপাড়ায় এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
নিহত গৃহবধূ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ ইউনিয়নের লাদিয়া গ্রামের সাহেদা আক্তার মর্জিনা (৩০)। তিনি ঝালোপাড়া মসজিদ গলি এলাকার স্বামী নজরুল ইসলামকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন । নজরুল মোগলাবাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, সাহেদা নামক এই গৃহবধূ বিকেলে পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে নিজের ঘরে গিয়ে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
দক্ষিণ সুরমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়ারদৌস হাসান বলেন, লাশটি উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি স্বামীর উপর অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন।