শাহরিয়ার সুমনঃ
চট্টগ্রামের দক্ষিণ পতেঙ্গা নাজির পাড়া মোশাররফ আলী বাড়ির গলির সামনে এস কে মিডিয়া নামক প্রতিষ্ঠানের মালিক মোঃ কামালের উপর অতর্কিত সন্ত্রাসী হামলা ও দোকানের অর্থ লুটের অভিযোগ উঠেছে মোঃ তাহের, আলী আকবর,সজীব,পারভেজ রিয়াদ,কাশেম সহ অপরিচিত ৭/৮ জন ব্যক্তির বিরুদ্ধে।এস কে মিডিয়া নামক প্রতিষ্ঠানের মালিক মোঃ কামাল উদ্দিন জানান গতকাল বিকেলে উনার নিজ বাড়ি মোশাররফ আলী বাড়ির গলির সামনে তাহের ও আলী আকবরের নেতৃত্বে আনুমানিক ১৪/১৫ জন ব্যক্তি হত্যার উদ্দেশ্যে হঠাৎ হামলা চালিয়ে গুরুতরভাবে আহত করেও ক্ষান্ত হয়নি ইফতারের কিছুক্ষণ পর উনি ও উনার ছেলের উপর হামলার উদ্দেশ্যে উনাদের না পেয়ে উনার প্রতিষ্ঠান ভাঙচুর করে ক্যাশ থেকে নগদ টাকা ও দুইটি মোবাইল ফোন নিয়ে এলাকাবাসীদের তোপের মুখে পড়ে তারা পালিয়ে যায়। আহত হয়ে উনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং আইনী সহায়তা পেতে অতিদ্রুত থানায় মামলা করবেন। তবে কেন এমন অতর্কিত হামলা ভুক্তভোগীর কাছে জানতে চাইলে তিনি জানান এখনো সঠিকভাবে বলতে পারছেন না।উক্ত ন্যাকারজনক হামলার ঘটনায় উনি প্রশাসনের উদ্ধতন কতৃপক্ষের সুদৃস্টি কামনা করছেন। পাশাপাশি পতেঙ্গা থানার ডিউটি অফিসারের সুএে জানা যায় গতকাল নাজির পাড়া এলাকায় মারামারির একটি এজাহার হয়েছে তদন্তের কাজ চলমান। উক্ত বিষয়ে অতিদ্রুত এলাকার জনসাধারন ও ঘটনার সাক্ষীদের মতামত নিয়ে সরেজমিনে প্রতিবেদন বিস্তারিত আসছে•••••