সীতাকুণ্ড ( চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ সাত মামলার আসামী সন্ত্রাসী হান্নানকে অস্ত্রসহ গ্রেফতার করেছে। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন বলেন, চট্টগ্রাম জেলার সুযোগ্য পুলিশ সুপার, এসএম শফিউল্লাহ, বিপিএম এর দিকনির্দেশনায় সীতাকুন্ড সার্কেল এবিএম নায়হানুল বারী এবং সীতাকুন্ড মডেল থানার অফিসার ইনচার্জ কামাল উদ্দিন, পিপিএম এর তত্ত্বাবধানে ও নেতৃত্ত্বে এসআই নাদিম মাহমুদ, এসআই মোঃ মিজানুর রহমান, এসআই সুমন শর্মা, এএসআই মোঃ আরিফুর হোসেন সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার রাত দেড়টায় বিশেষ টহল চলাকালে গোপন সংবাদ পাই যে সোনাইছড়ি ইউপির রেলওয়ে ডিপোর চলাচলের রাস্তার উপর একজন ডাকাতি করার জন্য অপেক্ষা করছে, তাৎক্ষানিক আমাদের টহল দল ঘটনাস্হলে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পাইয়া একজন দ্রুত পালানোর চেষ্টাকালে এসআই নাদিম মাহমুদ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাকে আটক করেন। অতঃপর ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামী মোঃ হান্নান (৩৪), পিতা-নুর মিয়া, মাতা- হাসিনা বানু, সাং- সোনাইছড়ি, ঘোড়ামারা, কবির সওদাগরের বাড়ী, জোড়ামতল, ৮নং সোনাইছড়ি ইউপি, থানা-সীতাকুন্ড, জেলা-চট্টগ্রাম কে জিজ্ঞাসাবাদ পূর্বক তার দেহ তল্লাশী করে একটি অস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। যাহার কাঠের বাটসহ আড়াআড়ি ভাবে লম্বা ১৪ ইঞ্চি ।
ধৃত আসামী স্বীকার করে সে দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র বেচাকেনা ও বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড করিয়া আসছে। সীতাকুন্ড মডেল থানাধীন থানা এলাকার জনগনকে অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করিয়া আসছিল। উক্ত বিষয়ে সীতাকুন্ড মডেল থানার মামলা নং-২৫(০৩)২৪ ইং রুজু করা হয়েছে। তাছাড়াও আসামী মোঃ হান্নান (৩৪) এর বিরুদ্ধে ১ টি অস্ত্র আইনের মামলা, ১ টি ডাকাতি মামলা, ১ টি মাদক মামলা, ১ টি নারী ও শিশু নির্যাতন আইনের মামলা, ২ টি অন্যান্য ধারার মামলা ও ১ টি চুরির মামলাসহ সর্বমোট- ৭ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে বলে ওসি কামাল উদ্দিন জানায়।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply