সীতাকুণ্ড প্রতিনিধিঃ
বাংলাদেশ মানবিক ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশনের (২০২৪-২০২৫) নতুন কমিটি গঠন করা হয়েছে।
এতে মো জাহাঙ্গীর (উপদেষ্টা), মো: ওমর( প্রতিষ্ঠাতা ও সভাপতি), লামিয়া আক্তার তিসা( পরিচালক),
মো: আরজে রুবেল( সিনিয়র সভাপতি), মো আব্দুর রহিম( সহ সভাপতি,), মো রাফি চৌধুরী( সাধারণ সম্পাদক), মো পারভেজ চৌধুরী (যুগ্ম সাধারণ সম্পাদক),
মাইসা ইসলাম (দপ্তর সম্পাদক), মো ইয়াসিনুল করিম( ধর্ম বিষয়ক সম্পাদক), মো কাইয়ুম( অর্থ সম্পাদক),
মো আনোয়ার হোসেন( প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক), জান্নাতুল মাওয়্যা (মহিলা বিষয়ক সম্পাদক),
মো আরিফ হোসেন( সহ ধর্ম বিষয়ক সম্পাদক) ও কার্যকর সদস্য করা হয়েছে।