কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ড প্রেস ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম রফিকুল ইসলাম।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ ম ম দিলসাদ, সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ, সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন পিপিএম, ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এম মোস্তফা আলম সরকার, চট্টগ্রাম সীতাকুণ্ড সমিতির সভাপতি নাছির উদ্দিন মানিক, সাধারণ সম্পাদক আবেদীন আল মামুন।
এছাড়াও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম ফোরকান আবু, এম হেদায়েত, বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির ও শিক্ষক নেতা খুরশিদ আলম সহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ প্রমুখ।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply