কাইয়ুম চৌধুরী, চট্রগ্রামঃ
আওলাদে রাসূল ( সাঃ) হুজুর কুতুবে আজম, গাউছে মোকাররম, ছিবগাতুল্লাহ্, রায়হানুল্লাহ্, হযরত মাওলানা শাহসূফী ছৈয়দ আবদুচ্ছালাম ঈছাপুরী (রহঃ) এর পবিত্র ৪০তম ওরছে বেছালী শরীফ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মাহফিলে উপস্থিত থেকে বয়ান করেছেন,
বাগদাদ শরীফ হতে আগত আওলাদে গাউছে পাক হযরত শাহসূফী সাইয়্যিদ আফিফ উদ্দীন আল জিলানী আল হাসানী ওয়াল হোসাইনী (ম.জি.আ),
আওলাদে রাসূল ( সাঃ) আওলাদে গাউছুল আজম হযরত মাওলানা শাহসূফী সাইয়্যিদ ড: সাইফুদ্দীন আহমেদ আল হাসানি ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারি,
আউলাদে গাউছে পাক হযরত সাইয়্যিদ আবদুর রহমান (ম.জি.আ.),
ঈছাপুরী দরবার শরীফ এর আওলাদে পাক গণ এবং
খলিফা-এ- কুতবে আজম ঈছাপুরী আলহাজ্ব সূফী মোঃ মিজানুর রহমান ঈছাপুরী,
সদূর আমেরিকা থেকে আগত গোলামে ঈছাপুরী আলহাজ্ব মো: ইউসুফ সহ বহু ওলামায়ে কেরামগণ।
এতে মিলাদ কিয়াম পরিচালনা করেন শাহজাদা ছৈয়্যদ এহছানুল করিম ঈছাপুরী আল মাইজভান্ডারী।
এতে আখেরী মোনাজাত পরিচালনা করেন, আওলাদে গাউছুল আজম শাহজাদা সাইয়্যিদ সাইফুদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারি।
মাহফিলে আরো অনেক খ্যাতমান ওলামায়ে কেরামগন উপস্হিত ছিলেন।