সুনামগঞ্জ ,ছাতক প্রতিনিধিঃ
সুমগঞ্জের ছাতকে দোলার বাজার ইউনিয়নের কল্যাণপুর গ্রামবাসীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মঙ্গলবার ২৬ মার্চ (১৫ রামাদ্বান) কল্যাণপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে প্রায় “তিন শতাধিক” মুসল্লিয়ান ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। এ সময় কল্যাণপুরের প্রবাসীরাও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন ,হাজী মোহাম্মদ ওমর আলী,এবং
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন ,হাজী মোহাম্মদ মরম আলী ,মোহাম্মদ গয়াছ মিয়া,হাজী মোহাম্মদ ফিরুজ মিয়া,মোহাম্মদ চেরাগ আলী,দোলার বাজার ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান,
নুরুল আলম।
প্রবাস থেকে যারা সার্বিক সহযোগিতায় অংশগ্রহণ করেছেন, লন্ডন প্রবাসী – মোহাম্মদ নুরুজ মিয়া, মোহাম্মদ আব্দুল কাইয়ুম টনি,মোহাম্মদ ফয়সল আহমেদ , মোছাম্মদ রানা বেগম , মোহাম্মদ জসীম উদ্দিন, মোহাম্মদ সুমেল আহমেদ ,পোল্যান্ড প্রবাসী মোহাম্মদ সাজাদ মিয়া, এবং বাহরাইন প্রবাসী মোহাম্মদ আবুল কালাম।
দেশ থেকে যাহারা সাহায্য সহযোগিতা করেছেন, মোহাম্মদ শরীফ খান,মোহাম্মদ রাজু আহমদ ,হাজী মোহাম্মদ আসীক মিয়া,মোহাম্মদ আলী আকবর,হাজী মোহাম্মদ আফতাব মিয়া,মোহাম্মদ ছালেহ আহমেদ, মোহাম্মদ মছলু মিয়া,আনোয়ার হোসেন জুনেদ,মোহাম্মদ আব্দুল কাদির,মোহাম্মদ গৌছ মিয়া,মোহাম্মদ নুর আলী ,ডাক্তার সাইদুর রহমান,আব্দুল কাদির, জালু মিয়া,মাস্টার নুর মিয়া,মোহাম্মদ হেলাল মিয়া, মোহাম্মদ আব্দুর রহমান।
কল্যাণ পুর গ্রাম এর মুরব্বিয়ান, মোহাম্মদ আলী আকবর,হজী মোহাম্মদ মবশ্বির আলী, মোহাম্মদ আব্দুল মালিক, মোহাম্মদ আরশ আলী, মোহাম্মদ রঈছ আলী,মোহাম্মদ গৌছ মিয়া,হাজী মোহাম্মদ আসীক মিয়া, হাজী মোহাম্মদ বাহার উদ্দিন, হাজী মোহাম্মদ মুসফিকুর রহমান, মোহাম্মদ আমিনুর রহমান , মোহাম্মদ নজরুল ইসলাম,মোহাম্মদ রজব আলী, মোহাম্মদ মছলু মিয়া,হাজী মোহাম্মদ খোয়াজ আলী, সহ এলাকার গনমান্য ব্যাক্তি বর্গ ও সর্বস্তরের মুসল্লিয়ান সহ গ্রামবাসী সবাই এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে পূর্বে দোয়া পরিচালনা করেন কল্যাণপুর মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি এনায়েতুল্লাহ।
ইফতার পুর্ব সংক্ষিপ্ত আলোচনায়- বক্তারা তাদের বক্তব্য বলেন , সকলে তপোবন যুব সমাজের এই উদ্যোগকে স্বাগত জানান এবং এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে যুব সমাজের প্রতি আহবান জানান ।প্রতিবছর ইফতার ও দোয়া মাহফিল করার যে উদ্যোগ কল্যাণপুর গ্রামবাসী নিয়েছে সেটা খুব ভালো উদ্যোগ ও নেকীর কাজ। এ ইফতার মাহফিল যাতে প্রতিবছর চলমান থাকে এজন্য আমরা গ্রামবাসীদের সর্বাত্মক সাহায্য-সহযোগিতা করবো ইনশা-আল্লাহ।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply