সীতাকুণ্ড প্রতিনিধিঃ
ঢাকা ও গাজীপুরের পর এবার চট্টগ্রামে এতিম ও সুবিধাবঞ্চিত কোরআনের পাখিদের সাথে ইফতার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ডাকবাক্স ফাউন্ডেশনের সদস্যরা।
বুধবার (২৭ মার্চ) ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশের দিকনির্দেশনায় এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির তত্ত্বাবধানে সীতাকুণ্ডের ফৌজদারহাট চিশতিয়া হাফেজিয়া এতিমখানার অর্ধশতাধিকের বেশি শিক্ষার্থীদের নিয়ে ইফতারের আয়োজন করা হয়। যার মধ্যে ছিল গরুর বিফ বিরিয়ানি, খেজুর, জুস, শরবত ও মিনারেল ওয়াটার। এতে সার্বিক সহযোগিতা করেন ডাকবাক্স ফাউন্ডেশনের চট্টগ্রামের সদস্যরা।
এসময় ভার্চুয়ালি যুক্ত থেকে কার্যক্রম উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা ও সভাপতি জিয়াউল হক পলাশ। তিনি বলেন, ডাকবাক্স ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিবছর এতিম বাচ্চাদের সাথে ইফতার করে আসছে। আমাদের ডাকবাক্স ফাউন্ডেশন এতিমদের সাথে যেন আলাদাভাবে মিশে গেছে। এবার ঢাকা, গাজীপুর ও নোয়াখালীর সঙ্গে চট্টগ্রামের নামও যুক্ত হতো। ভবিষ্যতে আমাদের এই কার্যক্রম বাংলাদেশের প্রতিটি জেলায় ছড়িয়ে যাবে।
এ সময় উপস্থিত ছিলেন, আকাশ ইকবাল, আশিক আরেফিন, আব্দুল্লাহ সাইমুন, নুর মোহাম্মদ সাহেদ চৌধুরী, মো. সাজ্জাদ, আয়াজ সানি, শরীফ, মো. ইমরান, মিজান, অতুল, হায়দার ও মোঃ সাইদুর রহমান শরীফ।