ছাতক সংবাদ দাতাঃ
ছাতকে সামাজিক সংগঠন জনতার স্বপ্ন ছাতক উপজেলা কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল ও স্বাধীনতা দিবস শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অদ্য (২৬শে মার্চ ২০২৪ ইংরেজি) জনতার স্বপ্ন কার্যালয় শাব্বির মিনি মার্কেট জাউয়া বাজারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার মাহফিল ও স্বাধীনতা দিবস শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্বের আসন গ্রহন করেন জাউয়া বাজার ডিগ্রি কলেজের আইসিটি শিক্ষক জনাব গৌসুল হক নাঈম, প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট জনাব সিতাব আলী। তিনি তার বক্তব্যে বলেন পবিত্র রমজান মাসে সিয়াম সাধনার মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনে মানবজাতির কল্যান স্বাধিত হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশন এর কেন্দ্রীয় যুগ্ম সচিব জনাব রাজু আহমদ পীর। তিনি বলেন, মহান স্বাধীনতা দিবস এবার মাহে রমজানে উদযাপন হওয়ায় আমরা একইসাথে দু'টি অনুষ্ঠান করছি, স্বাধীনতা দিবসে যারা জীবন বিলিয়ে আজ এদেশের স্বাধীনতা দিয়ে গেছেন আমি তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।
এবং পবিত্র মাহে রমজান মাসে সিয়াম সাধনার মাধ্যমে প্রতিটি মানব কল্যানে মানবতাবোধের জাগরণ ঘটানোর আহবান জানান। এতে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন জাউয়া বাজার ইউনিয়ন পরিষদের সদস্য জনাব এহসানসহ অনেকেই। উক্ত ইফতার মাহফিল ও স্বাধীনতা দিবস শীর্ষক আলোচনা সভায় সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।