মো. নিয়াজুল হক।
সাপ্তাহিক মিলাদ মাহফিল শেষে প্রতিদিনের ন্যায় আজ বৃহস্পতিবার ২৮ মার্চ (১৭ রমজান)
হযরত শাহজালাল(রহ.) মাজার প্রাঙ্গণে মুসাফিরদের কে নিয়ে পবিত্র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পবিত্র রমজান মাস উপলক্ষে সিলেটে হযরত শাহজালাল (রহ.) দরগাহে মাজার জিয়ারত করতে আসেন অনেকে। দিন শেষে কেউ সেরে নেন ইফতার। রমজানে প্রতিদিন দরগাহে ইফতারের জন্য সারিবদ্ধভাবে বসে অপেক্ষা করেন রোজাদারগণ।
মাইকে ডাকা হয় যাহারা ইফতার করবেন তারা মাঠে সারিবদ্ধভাবে বসার জন্য। মাজার প্রাঙ্গণ ঘুরে দেখা যায় - অসংখ্য নারী পুরুষ মুসাফিরগণ সারিবদ্ধভাবে বসে ইফতারি করার জন্য অংশগ্রহণ করছেন।
ইফতারের পূর্ব মুহূর্তের দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
এ ইফতার আয়োজনে থাকে ভুনা বা পাতলা খিচুড়ি আর আখনি।ইফতারে এ দুটি পদ সিলেটিদের বেশি প্রিয়। খেজুর, শরবত, ছোলা,জিলাপি, পেঁয়াজুসহ নানা পদের সঙ্গে আখনি–খিচুড়ি । কয়েক শ বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় মুসাফিরদের জন্য এমন আয়োজন থাকে প্রতিবছর।