সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
সীতাকুণ্ডে পৃথক পৃথক স্হানে অভিযান চালিয়ে ২২ লাখ টাকার মদ,অস্ত্র, ডাকাতসহ পুলিশ ২ জনকে আটক করেছে।
গত মঙ্গলবার দিবাগত রাত ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড মডেল থানার সেকেন্ড অফিসার এস আই রাজীব চন্দ্র পোদ্দারের নেতৃত্বে এএসআই ইমদাদুল হক,এএসআই) মোঃ মমিনুর ইসিয়াম ও ফোর্সসহ ৭নং কুমিরা ইউপিস্থ কুমিরা ঘাটঘর মোর্শেদ কোম্পানীর পুকুরের দক্ষিন পাশে চৌ-চালা টিন সেড ভাড়া ঘরের পশ্চিম পাশের ৩নং কক্ষের ভিতরে তল্লাশি চালানো হয়।তল্লাশিকালে ১টি দেশীয় এলজি,৩ (তিন) রাউন্ড শিসা কার্তুজসহ মোঃ হাসান (২২) নামে এক ব্যক্তিকে আটক করে।সে অত্র উপজেলার কুমিরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাবু ডাক্তার বাড়ীর মোঃ মনছুরের ছেলে। এব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দিন পিপিএম জানান,আমি গোপন সংবাদ পেয়ে ফোর্স নিয়োগ করে অস্ত্র ধৃতকে আটক করতে সক্ষম হই।তাদেরকে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে চালান দেয়া হয়েছে।