কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড ৪ নং মুরাদপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের উকিলপাড়া পার্শ্ববর্তী দাসপাড়া গ্রামের শম্ভু দাসের ছেলে মাইকেল দাস (২২) এবং বাবুল দাসের ছেলে হৃদয় দাস(২১) স্বইচ্ছায় স স্বজ্ঞানে এই দুজন শান্তির ছায়া তলে ইসলাম ধর্ম গ্রহণ করে। তবে এটা উকিল পাড়া গ্রামের ইসলামের ইতিহাসের পাতায় প্রথম রেকর্ড। তাদের কে আনুষ্ঠানিকতার মাধ্যমে সামাজিক স্বীকৃতি প্রদান করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়ঃ- কালেমা শাহাদাত বাক্য পাঠ করার পূর্বে রাষ্ট্রীয় নীতিমালা অনুসরণ করে চট্টগ্রাম কোর্ট থেকে এফিডেভিটের মাধ্যমে সীতাকুণ্ড ৪ নং মুরাদপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের উকিলপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে ১২/০৪/২০২৪ ইং পবিত্র জুম্মার দিনে শুক্রবার অত্র মসজিদের খতিব এইচ.এম নুরুচ্ছাফা সাহেবের নিকট ইসলাম ধর্মের কালেমা শাহাদাত বাক্য পাঠ করে ওই দুই যুবক। তাদের দুজনের উপস্থিতে গন্যমান্য এলাকার সকলের সম্মুখে ইসলামিক নাম রাখা হয়। হৃদয় দাসের নাম রাখা হয়েছে মোঃ আব্দুল্লাহ এবং মাইকেল দাসের নাম রাখা হয়েছে মোঃ আব্দুর রহমান।
এতে উপস্থিত ছিলেন অত্র এলাকার মসজিদ পরিচালনা কমিটি ও সমাজের মান্যগণ্য ব্যক্তিবর্গ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ এসকান্দর সওদাগর, হাজ্বী মোঃ আবুল কাশেম সওদাগর, মোঃ জহুরুল হক সওদাগর,হাজ্বী মোঃ আবু তাহের সওদাগর,মো রাসেল, মোঃ বেলাল এবং অত্র এলাকার বিভিন্ন শ্রেণীর পেশাজীবী গন।
এলাকাবাসীর মন্তব্যঃ- আল্লাহ তাদেরকে সহ তাদের উছিলায় আমাদেরকে সকলের গুনাহ মাফ করুক।যেহুতু তারা ইসলাম ধর্ম গ্রহন করেছে সেহুতু তারা এখন আমাদের ধর্মের ভাই। তাদের সাহায্য সহযোগীতায় আমাদের সকলকে এগিয়ে আসাতে হবে। তাদের সমস্যা গুলা ও আমরা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ।আলহামদুলিল্লাহ্ উকিলপাড়া সমাজের প্রতি স্তরের মানুষ অত্যন্ত আনন্দিত এবং তাদেরকে সকল ধরনের সহযোগিতায়তা ও দায়ভার নেওয়ার জন্য কথা দিয়েছে এবং সামাজিক সকল কাজে তাদেরকে অংশগ্রহণের জন্য আহ্বান করেছে।
তারা যেহুতু অন্য ধর্ম থেকে এসেছে সুতারাং অন্য ধর্মের কেউ তাদেরকে হয়রানিমূলক কাজকর্ম না করে। ইসলাম বলা আছে অন্য ধর্মকে সম্মান করা তাই আমরা অন্য ধর্মের প্রতিও যথাযথ সম্মান প্রদর্শন করবো। যেতুহু আমাদের এলাকায় সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালন করতো একটা শৃঙ্খলা বজায় রেখে ঠিক তেমনি শৃঙ্খলা বজায় রাখার জন্য আহ্বান জানানো হলো। নিজে এলাকায় অন্য ধর্মের মানুষ আমাদের প্রতিবেশীর মতো। ঠিক আগে যেমন ছিলো তেমনি থাকবে আশা করে। ধর্মী কোনো কাজে যাতে প্রভাব না পড়ে সকলের কাছে অনুরোধ রইলো।
এলাকাবাসীর আহবান,
আমাদের সকলের উচিত যে যতটুকু পারি এই নওমুসলিম ভাইদেরকে আর্থিক ভাবে সহযোগিতা করা।
তাহলে কিয়ামতের দিন আল্লাহতালা আমাদেরকেও নাজাতের উচিলা করে দিবেন।
আর যারা যারা আর্থিক সহযোগিতা করতে চাচ্ছেন উকিল পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব এইচ.এম নুরুচ্ছাফা সাহেবে নিকট এই 01818-994512 নম্বরে যোগাযোগ করার অনুরোধ রইলো।