সুনামগঞ্জ প্রতিনিধিঃ
পহেলা বৈশাখ- ১৪৩১ উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন, সুনামগঞ্জ এর আয়োজনে (রবিবার সকাল ১০:৩০) ঘটিকা জেলা প্রশাসকের কার্যালয় হতে ট্রাফিক পয়েন্ট হয়ে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় পর্যন্ত জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক সংগঠন ও শ্রেণি পেশার লোকজনের অংশগ্রহণে ‘মঙ্গল শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়।
বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষ্যে সুনামগঞ্জ জেলা প্রশাসন এর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমীর সহযোগিতায় সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক জনাব, রাশেদ ইকবাল চৌধুরী, এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-৪ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য ড. মোহাম্মদ সাদিক এম.পি।
উক্ত অনুষ্ঠানে আরও সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব, মোহাম্মদ এহসান শাহ , সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি সাধারণ সম্পাদক জবাব , মো: শামসুল আবেদিনসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক শ্রেণি পেশার লোকজন প্রমুখ উপস্থিত ছিলেন।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply