দেশি নিউজ অনলাইন ডেস্কঃ
*ইরানে হামলার সব প্রস্তুতি সম্পন্ন করেছে ইসরায়েলের বিমান বাহিনী।
*ফ্রান্স, জার্মানি, ব্রিটেনসহ ইসরায়েলের পশ্চিমা মিত্ররা দেশটিকে সংযত থাকার আহ্বান জানিয়েছে।
*ইরান মিশরের মাধ্যমে ইসরাইলের কাছে এবং আমেরিকার কাছে এ বার্তা দিয়েছে যে ইসরাইল এবার হামলা করলে আরও কড়া জবাব দেয়া হবে
*ইরানে সম্ভাব্য হামলাকে সামনে রেখে ইসরাইলে বিমান চলাচল বন্ধ করলো ভারতের এবং ব্রিটেনের এয়ার লাইন্স কোম্পানি।
*হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের চার সেনা আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
*ইরানের ছোড়া অন্তত নয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দুটি বিমানঘাঁটিতে আঘাত হেনেছে। এ ক্ষেত্রে ইসরায়েলের বিস্তৃত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এবং ওই অঞ্চলে দেশটির মিত্রশক্তিগুলোর ছোড়া গুলি এড়িয়ে ক্ষেপণাস্ত্রগুলি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে।
*ইরানের সঙ্গে কোনো ধরনের শত্রুতা বাড়াতে চায় না যুক্তরাষ্ট্র। তবে ইসরায়েলে তেহরান হামলা চালালে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রক্ষা করা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
*ইসরায়েলে হামলার দুই দিন আগেই সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলোকে জানিয়েছিলেন ইরানের কর্মকর্তারা। যাতে হামলার সময় এসব দেশ তাদের আকাশসীমা রক্ষা করতে পারে। কিন্তু সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সে তথ্য যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছিল। এছাড়া জর্ডানের বিমানবাহিনী সরাসরি যুক্তরাষ্ট্রের সাথে ঐক্যবদ্ধ ভাবে ইরানের মিসাইল ও ড্রোন ভূপাতিত করেছিল।