নিজস্ব প্রতিনিধিঃ
তীব্র তাপপ্রবাহের মধ্যে অনলাইনে ক্লাস নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলো নিজেদের মতো করে এ অনলাইন ক্লাস পরিচালনা করতে পারবেন। আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, এদিন আরও দুই বেসরকারি বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসের সিদ্ধান্ত জানায়। এগুলো হলো- নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক। তারা জানিয়েছে, শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।