চট্টগ্রাম প্রতিনিধিঃ
পূর্ব শত্রুতা জেরধরে আব্দুল কাদের সুজন নামে এক যুবককে কুপিয়ে আহত করেন ,বায়েজিদ অক্সিজেন শীতল ঝর্না আবাসিকে ২ নম্বর গলির ,সাত আট জন সন্ত্রাসী অতর্কিত হামলা করে ,
সুজনের উপরে ,সুজন ও তার পরিবারের সাথে কথা বলে জানা যায় জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র করে সুজনের উপর একাধিক বার হামলা চেষ্টা চালিয়ে গিয়েছিলেন ব্লাক সেহেল, সুজন নিরুপায় হইয়া গত কিছুদিন আগে বাইজিদ থানা একটি সাধারণ ডাইরি করেন, ব্ল্যাক সোহেলের বিরুদ্ধে জিডি কেন্দ্র করে ব্ল্যাক সোহেল একাধিক বার সুজন এবং সুজনের পরিবারকে হুমকি ধামকি দিয়ে আসেছে জিডি তোলার জন্য, ১১ টার দিকে সোহেলের লোকজন নিয়ে সুজনকে ফোন করে ডেকে সুজনের উপরে কিছু বলার আগে অতর্কিতভাবে হামলা শুরুকরে , গত ১৯,০৪,২০২৪ ইংরেজি ,হামলা শুরু করে রাত বারোটা ১০ মিনিটে সোহেলের সন্ত্রাসীরা সুজনকে গুরুত্ব আহত করে ফেলে চলে যায় ,
আশেপাশের লোকজনের সহযোগিতায় গুরুত্ব আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজের দ্রুত ভর্তি করা হয় ,
সুজনের মা বলেন ,আমার ছেলেকে যারা নৃশংসভাবে হত্যা উদ্দেশ্যে আহত করেছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ সন্ত্রাসী গুলোকে গ্রেফতার করে শাস্তির আওতা আনা হোক ,সুজনের ভাই সুমন ও সুজনের স্ত্রী বলেন , আমি বাদী হয়ে একটি মামলা দায়ী করেন বায়েজিদ থানায় ,এ বিষয়ে জানতে চাইলে বায়েজিদ থানার জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ বেলায়েত হোসেন মুঠোফোনে বলেন ,মামলা হয়েছে আসামিদেরকে গ্রেফতার করার জন্য আমাদের টিম মাঠে কাজ করতেছেন অবিলম্বে আসামিদেরকে গ্রেফতার করব ইনশাআল্লাহ ,এক নম্বর আসামি হলেন সোহেল ওরফে ব্ল্যাক সোহেল ,দুই নাম্বার আসামি ওসমান ,তিন নম্বর আসামি সাজ্জাদ ,৪ নাম্বার আসামি হাসান