বিশেষ সংবাদদাতা-
জানা যায়, কক্সবাজারের টেকনাফে গহীন অরণ্যে লুকিয়ে থাকা অস্ত্রধারী সন্ত্রাসীরা স্থানীয় পল্লী চিকিৎসকসহ দুই ব্যক্তিকে অপহরণ করেছে।
রবিবার (২১ এপ্রিল) রাতে টেকনাফ উপজেলার অন্তর্গত শামলাপুর টু হোয়াইক্যং ঢালা নামক সড়ক দিয়ে বাড়ি ফেরার পথে উক্ত ঘটনাটি সংঘটিত হয়েছে।
অপহরণের শিকার হওয়া এক জন হচ্ছে- উখিয়া উপজেলার থাইংখালী গ্রামের বাসিন্দা পল্লী চিকিৎসক জহির উদ্দিন, অপর জনের নাম ঠিকানা পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে সত্যতা নিশ্চিত করে অপহৃতদের বহনকারী সিএনজির চালক ইলিয়াস জানিয়েছেন, ‘শামলাপুর অতিক্রম করে হোয়াইক্যং ঢালা সড়কের কুদুমগুহা নামক এলাকায় পৌঁছালে ব্যারিকেড দিয়ে সিএনজি গতিরোধ করে অপহরণকারী চক্রের সদস্যরা তাদের দুই জনকে অস্ত্রের মুখে জিম্মি করে গহীন পাহাড়ের দিকে নিয়ে যায়।
এসময় তাকেও মারধর করে তার ব্যবহৃত মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। এরপর সে সিএনজি চালিয়ে দ্রুত হোয়াইক্যং বাজারে চলে আসে।’ অপহৃতদের পরিবারসহ উপস্থিত জনতার কাছে ঘটে যাওয়ার ঘটনার বর্ণনা করেন।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply