ফজল উদ্দিন ছাতক প্রতিনিধিঃ
সাত বছরের একটি ফুটফুটে শিশু মাহদী হাসান। যার জীবন সম্পর্কে এখনও কিছু বুঝে ওঠার সময় হয়নি। টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না তার পরিবার। এই বয়সে তার সহপাঠি শিশুদের মতো সাথীদের নিয়ে দুস্টামি ও বিদ্যালয়ে পাঠদানে যাওয়ার কথা। কিন্ত জন্মের পর থেকে সে জটিল রোগে আক্রান্ত। সুচিকিৎসার অভাবে শিশুটি যেন প্রতিমুহূর্তে মৃত্যুর দিকে যেনো ধাবিত হচ্ছে।
সে সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের হাসনাবাদ গ্রামের রাজমেস্ত্রী ফরিদ মিয়ার ছোট ছেলে। পরিবারের ৩ মেয়ে এক ছেলের মধ্যে মাহদী হাসান সবার ছোট। বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির হার্টের ৩টি ছিদ্র ধরা পড়েছে, একটি বাল্ব নষ্টের পাশাপাশি পিটের রগের সমস্যা রয়েছে। তাকে সুস্থ করতে হলে অপারেশন ছাড়া বিকল্প পথ খোলা নেই।
শিশু মাহদী হাসানের বাবা ফরিদ মিয়া জানান, জন্মের পর থেকে শিশু মাহদীর চিকিৎসায় তিনি এখন অনেকটাই নিঃস্ব হয়ে পড়েছেন। একটি বসতভিটা ছাড়া আর কোন সম্বল নেই। বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
রাজধানী ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসকরা বলেছেন, মাহদী হাসানের চিকিৎসা খরচ লাগবে ৪/৫ লাখ টাকা। এত টাকা খরচ করে আমার পক্ষে সন্তানের চিকিৎসা করা সম্ভব না। সমাজে অনেক বিত্তবান ও দয়ালু আছেন। আমি আমার ছেলেকে বাঁচাতে চাই।
দেশবাসীর কাছে আমার আকুল আবেদন। আপনারা আমাদের মাহদীকে বাঁচাতে এগিয়ে আসুন। মাহদীকে সাহায্য করতে ০১৭৮৯-৭৩৯৮০৭ (বিকাশ) এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হইল।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply