দেশি নিউজ অনলাইনঃ
মানবাধিকার অনুশীলন সংক্রান্ত ২০২৩ সালের দেশভিত্তিক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
এ প্রতিবেদনকে সরাসরি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটি বলছে, এই প্রতিবেদন ভুল তথ্যের ভিত্তিতে তৈরি, বাস্তবতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং অনৈতিক। খবর জিও টিভি।
পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ এক বিবৃতিতে বলেছেন,
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই ধরনের অযাচিত প্রতিবেদনে বস্তুনিষ্ঠতার অভাব রয়েছে এবং তাদের পদ্ধতিতে সহজাতভাবে ত্রুটি রয়েছে।
এই ধরণের প্রতিবেদন রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট। অন্যান্য দেশের মানবাধিকার বিচার করার জন্য তারা নিজেদের দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করে। এই বছরের প্রতিবেদনে আন্তর্জাতিক মানবাধিকার এজেন্ডার বস্তুনিষ্ঠতার অভাব এবং রাজনীতিকরণের প্রভাব আবারও সুস্পষ্ট।