দেশি নিউজ অনলাইন-
অর্থ সংকট মেটাতে ব্যাংকে সঞ্চিত জনগণের আমানত তুলে নিচ্ছে সরকার।ব্যাংক ঋণ এখন ৪ লাখ ৩৯ হাজার ৩৩৫ কোটি টাকা
দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে সরকার ব্যাপক হারে ঋণ নিচ্ছে। চলতি অর্থবছরের প্রথম ৯ মাস ২২ দিনে এসব ব্যাংক থেকে ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬৫ হাজার ৪৩২ কোটি টাকা, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১২ গুণের বেশি। বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নেয়ার ফলে তারল্য সংকটে ভুগছে ব্যাংক খাত। নিয়মিত ধার করে চলছে বেশিরভাগ ব্যাংক। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে সরকারের ব্যাংকঋণের এমন চিত্র উঠে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে, গত ২২ এপ্রিল শেষে সরকারের ব্যাংকঋণের মোট স্থিতি দাঁড়িয়েছে চার লাখ ৩৯ হাজার ৩৩৫ কোটি টাকায়, গত ৩০ জুন শেষে যা ছিল তিন লাখ ৯৩ হাজার ৭৭৮ কোটি টাকা। এ হিসাবে অর্থবছরের প্রথম ৯ মাস ২২ দিনে সরকারের নিট ব্যাংকঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪৫ হাজার ৫৫৭ কোটি টাকায়।