দেশি নিউজ অনলাইন ডেস্কঃ
ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধে ইসরায়েল ব্যাপকভাবে সাধারণ মানুষের ওপর বোমা বর্ষন করে যেহারে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস করছে এবং নারীশিশু আবালবৃদ্ধবনিতা সকলকে যেভাবে হত্যা করছে এসব দেখে সারাবিশ্বে প্রতিবাদের ঝড় ওঠেছে। এমতাবস্থায় ইসলাম গ্রহণ করেছেন ফরাসি কোচ প্যাট্রিস বাউমেল। ইসরায়েল ফিলিস্তিনের গাজায় গণহত্যা সত্ত্বেও গাজাবাসীর দৃঢ়তা দেখে ইসলামের প্রতি আকৃষ্ট হন তিনি।
রোববার (২৮ এপ্রিল) আলজাজিরা মুবাশির জানিয়েছে, আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের একটি মসজিদে ইসলামে প্রবেশের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্যাট্রিস।
প্যাট্রিস বাউমেল আলজিয়ার্সের ফুটবল ক্লাব মৌলুদিয়ার কোচ। ইসলাম গ্রহণের ঘোষণা দেয়ার পর তিনি তার নতুন নাম রেখেছেন 'আমির'।