দেশি নিউজ অনলাইন-
ইহুদি রাস্ট্র ইসরায়েলের ফিলিস্তিনের গাজায় চালানো গনহত্যা ও ইসরায়েলকে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন সহযোগিতা বন্ধের দাবীতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গড়েওঠা দাবানলের মতো আন্দোলনকে দমানোর জন্য যক্তরাষ্ট্র তাঁর নিজদেশে শান্তিপূর্ণ আন্দোলনে ব্যাপক গ্রেপ্তার ও হয়রানি শুরু করেছেন। স্বাধীন মত প্রকাশের জন্য যেদেশ বিশ্বের সকল দেশকে সবক দিয়ে থাকেন সেই দেশ মার্কন যুক্তরাষ্ট্র নিজেই আজ ইহুদি রাষ্ট্র ইসরাইলের পক্ষ নিয়ে স্বাধীন মত প্রকাশকে গলাটিপে হত্যা করছে। গাজায় গনহত্যা বন্ধের দাবীতে গড়ে ওঠা আন্দোলন দমনে এক কলঙ্কিত ইতিহাসের সৃষ্টি করলো আমেরিকা!!
এবার কলম্বিয়া ইউনিভার্সিটিতে গাজার পক্ষে সংহতি জানিয়ে ও বিশ্ববিদ্যালয়ের ইসরায়েল সংশ্লিষ্টতার বিরোধীতা করে অবস্থানে বর্বরোচিত ভাবে আক্রমণ করেছে NYPD ও SWAT টীম!!!!!!
কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকে ব্যাপক তান্ডব, ভাংচুর করে আটক করে নিয়ে যাওয়া হয়েছে বহু শিক্ষার্থীদেরকে!!
এই ঘটনায় আমেরিকা নিজ দেশেই মত প্রকাশের ও প্রতিবাদ ভিক্ষুকের বিরুদ্ধে যেই নজির বিহীন তাণ্ডব চালিয়েছে চালাচ্ছে, এতে আমেরিকার ভাবমূর্তি সারাবিশ্বে ব্যাপক প্রশ্নের সম্মুখীন হয়েছে।