দেশি নিউজ অনলাইন -
বিশ্বে নয় এশিয়ার সেরা ৩০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যেও স্থান পায়নি বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়। এবার এশিয়ার সেরা ৩০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান মিলেনি বাংলাদেশের কোনটির। অন্যদিকে ভারতের ৪০ টি এবং পাকিস্তানের ১২ টি বিশ্ববিদ্যালয় এই তালিকায় স্থান পেয়েছে। এশিয়ার ৩১ টি দেশের ৭৩৯ টি বিশ্ববিদ্যালয় নিয়ে এই র্যাঙ্কিং প্রকাশ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় অবস্থান ৫০০।
জানা যায়, যুক্তরাজ্যভিত্তিক টাইমস হায়ার এডুকেশনের ‘এশিয়ান ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৪’ সালের র্যাংকিং তালিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) এই র্যাঙ্কিং প্রকাশ করা হয়। এরমধ্যে এশিয়ার ৩১টি দেশের মোট ৭৩৯টি বিশ্ববিদ্যালয় নিয়ে র্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে।