সিলেট প্রতিনিধিঃ
সিলেট শেখঘাটস্থ বিদিত লাল দাস সংগীত নিকেতনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ বার কাউন্সিল হিউম্যান রাইটস এন্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, সিলেট ওয়াসা বোর্ডের সদস্য, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এডভোকেট এ এফ মো. রুহুল আনাম চৌধুরী মিন্টু।
সম্প্রতি রবিবার (২ জুন) বিদিত লাল দাস সংগীত নিকেতনের কার্যকরী কমিটির সভায় সকলের সম্মতিক্রমে এ এফ মো. রুহুল আনাম চৌধুরী মিন্টু-কে সভাপতি ও বিশ্বদীপ লাল দাস-কে সাধারণ সম্পাদক করে এ কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি বিপ্রদাস ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক দিপ্তী পাল, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান টিটু, ফয়সাল আহমেদ, কোষাধ্যক্ষ অঞ্জনা রানী দাস, গনমাধ্যম বিষয়ক সম্পাদক সন্দীপন শুভ, প্রচার সম্পাদক দিলীপ মোহন ময়না।
উল্লেখ্য, এ এফ মো. রুহুল আনাম চৌধুরী মিন্টু সংগীত প্রেমী ও সংস্কৃতি প্রেমী। চলতি বছরে লোকসংগীতে অসামান্য অবদানের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক মরনোত্তর একুশে পদকে ভূষিত হয়েছেন শিল্পী বিদিত লাল দাস।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply