কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ
বিএন্ডএফ কেয়ারের সবার জন্য “কুরবানী প্রজেক্ট” এর মাধ্যমে সীতাকুণ্ড ১৮০ টি পরিবার পেলো কুরবানির মাংস।
এর আগেও বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে সীতাকুণ্ডে অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়েছেন বিএন্ডএফ কেয়ার।
সংগঠনের এমন সামাজিক ও মানবিক কাজ সব সময় অব্যাহত থাকুক এমনটি চান সকলে৷ সংগঠনের মাধ্যমে বিভিন্ন সময় উপকৃত হয়েছেন জানিয়ে সুবিধাভূগী রাবেয়া খাতুন বলেন- এর আগে যখন মুরগির দাম অনেক বেশি ছিল, তখন মাত্র অল্প টাকায় আমাদের মুরগি দিয়েছিল বিএন্ডএফ কেয়ার। এছাড়াও অনেক ধরনের সুযোগ সুবিধা পেয়েছি। একাজের সাথে জড়িত সকলের জন্য হাত তুলে দোয়া করেন তিনি।
তাছাড়া সংগঠনটি বিনা মূল্যে সীতাকুন্ডে Enjoying বেকারত্ব ঘুছাতে সেলাই প্রশিক্ষন,সহ বিভিন্ন প্রশিক্ষন দেন।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply