মেহেদী হাসান-
সিলেট জেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি শেখ তোফায়েল আহমদ সেফুল এর উদ্যোগে বন্যা কবলিত শ্রমিকদের মাঝে ত্রান বিতরণ করা হয়।
সভাপতি মনজু মালাকার সহ সভাপতি নান্টু মালাকার। সহ সভাপতি ছামির আলী ,সাধারন সম্পাদক কামাল উদ্দিন ,সহ সাধারন নূর আলম অর্থা সম্পাদক জাবেদ আলী , সদস্য সেরুজামাল , আলী হোসেন ,করিম আলী , দিপুল মালাকার, লতিফ আলী , মুরব্বি এতিম উল্লা মানিক মালাকার সিলেট জেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়ন আঞ্চলিক উপকমিটি খাজাঞ্চী ইউনিয়ন আটগ্ৰাম বাজার বিশ্বনাথ উপজেলা