সিলেট সংবাদদাতা-
ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে পানিবন্দী রয়েছে সিলেট নগর। নগরের মৌবন আবাসিক এলাকা পুরোটাই জলমগ্ন। এলাকার প্রতিটি বাড়ির নিচতলায় বুকসমান পানি।
তাছাড়া সিলেট বিভাগের বন্যায় আক্রান্ত এলাকার উজান আর ভাটি দুই জায়গাতেই দ্রুত বনভূমি উজাড় হচ্ছে। গভীর নদ-নদী অনেকখানিই ভরাট হয়ে গেছে। যে কারণে বৃষ্টির পানি ধরে রাখতে পারছে না। প্রাকৃতিক পানির আধারগুলো ভরাট হয়ে সেখানে বসতি এলাকা ও শহর গড়ে উঠছে। ফলে বৃষ্টির পানি দ্রুত উজান থেকে নেমে এসে সিলেট শহর ভাসিয়ে দিচ্ছে।
সিলেট অঞ্চলের বন্যার প্রবণতা বেড়ে যাওয়ার কারণ অনুসন্ধানে করা তিনটি গবেষণায় এই একই চিত্র পাওয়া গেছে।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply