কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ২৩ জুন রোববার বিকাল ৩টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা পরিষদের অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম বাহারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এস এম আল মামুন।
এসময় তিনি বলেন, আওয়ামী লীগ এদেশের গণমানুষের সংগঠনে পরিণত হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম আর মুক্তির ইতিহাসে ২৩ জুন দিনটি তাই এক বাঁক বদলের অধ্যায়।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আরিফুল আলম রাজু চৌধুরী, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম, জেলা পরিষদের সদস্য আ আ ম দিলসাদ, উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাজাহানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply