মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয় মৌলভীবাজার ও এর নিয়ন্ত্রাধীন স্বাস্থ্য প্রতিষ্ঠানে শুন্য পদে ৭ ক্যাটাগরিতে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও স্বজন প্রীতির অভিযোগ পাওয়া গেছে। মুক্তিযোদ্ধা কৌটায় নিয়োগের আবেদন থাকার পরও বীর মুক্তিযোদ্ধার নাতিন এই কৌটার কোন সুবিধা পাননি। কর্তৃপক্ষ বলছেন নীর্ধারিত কৌটায় আবেদন হয়েছে মাত্র এক তৃতীয়াংশ।
জানাযায়, সিভিল সার্জন কার্যালয় মৌলভীবাজার ও এর নিয়ন্ত্রাধীন স্বাস্থ্য প্রতিষ্ঠানে শুন্য পদে ৭ ক্যাটাগরিতে ১১-১৭ গ্রেডের( পুর্বতন ৩য় শ্রেণী)৷ নিয়োগের জন্য ৭ জুলাই লিখিত পরীক্ষা ও ১১ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত মৌখিক পরীক্ষা অনুষ্টিত হয়। লিখিত পরীক্ষায় ৬৭৫ জন কৃতকার্য হয়। লিখিত পরীক্ষার কৃতকার্যদের মধ্যে মৌখিক পরীক্ষায় বিভাগীয় নিয়োগ কমিটি ৯৩ জনকে মনোনীত করেন।
এই নিয়োগ নিয়ে পরীক্ষার্থী ও অভিবাবকরা করছেন অনিয়ম ও স্বজন প্রীতির অভিযোগ। শ্রীমঙ্গল সিন্দুর খাঁন ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা রতি কান্ত রায় এর নাতনি পাপিয়া রায় বলেন, আমি স্বাস্থ্য সহকারী পদে মুক্তিযোদ্ধা কৌটায় পরীক্ষা দিলেও মুক্তিযোদ্ধা কৌটার কোন সুবিধা আমাকে দেওয়া হয়নি। যার ফলে আমার চাকুরী হয়নি। নিয়োগ প্রক্রিয়ায় যথেষ্ট অনিয়ম হয়েছে।
এব্যাপারে মৌলভীবাজার সিভিল সার্জন ডা: চৌধুরী জালাল উদ্দিন মোর্শদ এর নিকট নিয়োগ সংক্রান্ত তথ্য জানতে চাইলে তিনি বলেন, নিয়োগ প্রাপ্ত চাকুরী প্রাপ্তদের পুলিশ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোন আপডেথ দেওয়া সম্ভব নয়।
এছাড়াও তথ্য দিতে গেলে সিলেট বিভাগীয় পরিচালক( স্বাস্থ্য) ডা: মো: আনিসুর রহমান এর অনুমতি নিতে হবে। মুক্তিযোদ্ধা কৌটায় কতটি পদ ছিল ও এই আওতায় কতজন চাকুরী পেয়েছেন প্রশ্ন করলে তিনি জানান, মুক্তিযোদ্ধা কৌটার ২৫ টি। কিন্তু এই কৌটায় ৮ জনকে পাওয়া গেছে।
সিলেট বিভাগীয় পরিচালক( স্বাস্থ্য) ডা: মো: আনিসুর রহমান এর সাথে মোবাইল ফোনে কথা বললে, তিনি বলেন এখন তথ্য দেওয়া যাবেনা। নিযোগ প্রক্রিয়া শেষ হলে দেওয়া হবে। আপনার নাম ঠিকানা, মোবাইল নাম্বার ম্যাসেজ করে দেন। পরে কথা বলবো।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply