সিলেট প্রতিনিধিঃ
সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের উপর শ্যামপুর কটাই মন্ডল গ্রামে বসতঘরের পাশে টিলার মাটি কর্তন করে গর্ত করার ফলে হুমকির মুখে পড়েছে বসতঘর। ভুক্তভোগী জৈন্তাপুর মডেল থানায় অভিযোগ ধায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের উপর শ্যামপুর কটাই মন্ডল গ্রামের মৃত ফরিদ মিয়া শিকদারের ছেলে বাবুল মিয়া শিকদার (২১) বাদী হয়ে টিলার মাটি কর্তন করে গর্তে বসতঘর হুমকির মুখে পড়ার কারণে একই গ্রামের পাশাপাশি বাড়ির তিন জনকে বিবাদী করে জৈন্তাপুর মডেল থানায় একটি অভিযোগ ধায়ের করেছেন। অভিযুক্তরা হলেন একই গ্রামের পাশাপাশি বাড়ির মৃত হাছন মিয়ার ছেলে আব্দুল্লাহ (৫৫), আব্দুল্লাহ এর স্ত্রী আফিয়া বেগম (৪৮), ছেলে জামাল মিয়া (২৬)।
আরও জানা যায়, টিলার মাটি কেটে বসতঘরের পাশে গর্ত করার ফলে জৈন্তাপুরে সম্প্রতি অতি বৃষ্টির কারণে ভিটার মাটি ও দেয়াল ধসে গর্তে পড়েছে। পাশাপাশি বিভিন্ন প্রজাতির ২১টি গাছ ক্ষতিসাধন হয়েছে।
এবিষয়ে বাদী বাবুল মিয়া শিকদার বলেন, বিবাদীগণ খুবই খারাপ প্রকৃতির লোক। বিবাদীগণ টিলার মাটি কেটে গর্ত করার ফলে আমার বসতঘর হুমকির মুখে পড়েছে এবং ক্ষতিসাধন হচ্ছে। সেজন্য আমি জৈন্তাপুর মডেল থানায় আইনের সহযোগিতা চেয়ে একটি অভিযোগ ধায়ের করেছি।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply