ছাতক প্রতিনিধিঃ
বিশিষ্ট শিক্ষানুরাগী নুর মোহাম্মদ ময়না মিয়া ইন্তেকাল করেছেন। মঙ্গলবার ২.১৫ ঘটিকার সময় তিনি ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন
অবস্থায় মঙ্গলবার ২৫ জুন নুর মোহাম্মদ ময়না মিয়া ইন্তেকাল করেছেন। তিনি ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের শেওলা পাড়া গ্রামের বাসিন্দা।
শালিস ব্যক্তিত্ব, শিক্ষানুরাগী ও সংগঠক নুর মোহাম্মদ ময়না মিয়া ভুইগাঁও মাদ্রাসার সহকারী শিক্ষক,ভুইগাঁও
উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ও ধারণবাজার শাপলা যুব সংঘের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।
মরহুমের জানাজার নামাজ আগামী কাল বুধবার (২৬ জুন) সকাল ১১.০০ ঘটিকার সময় ভুইগাঁও মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। এতে সকলের উপস্থিতি ও দোয়া কামনা করা হয়েছে।