মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী-
মৌলভীবাজার জেলার রাজনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গেদন মিয়া (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
২৫ জুন মধ্যরাতে এসআই শওকত মাসুদ ভুইয়া সঙ্গীয় অফিসার ফোর্সসহ রাজনগর থানাধীন ধুলিজুড়া গ্রামের আটককৃত গেদন মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটকের পর গেদন মিয়ার হেফাজতে থাকা একটি জর্দার কৌটার ভেতর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ৩০ পিস গোলাপী রঙের ইয়াবা ট্যাবলেট এবং একটি রঙ্গের কৌটার ভেতর থেকে দুটি পৃথক পলিথিনের ভেতর থেকে ৪০০ পিসসহ মোট ৪৩০ পিস গোলাপী রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটককৃত গেদন মিয়া রাজনগর উপজেলার ০৪ নং পাঁচগাঁও ইউনিয়নের ধুলিজুড়া গ্রামের মৃত শাইস্তা মিয়ার ছেলে।
এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের রাজরগর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply