ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতকে ৬ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলামের হাতে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে। বৃহস্পতিবার সকালে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে উপস্থিত হয়ে অভিনন্দন জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আনোয়ার রহমান তোতা মিয়া, সাবেক সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আজাদ মিয়া প্রমূখ। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন হাজার বছরের শ্রেষ্ট বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যারা নয়মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে জীবন বাজি রেখে এ দেশ স্বাধীন করে দিয়েছেন তাদের অগ্রাধিকার থাকবে আমার কাছে সর্বাগ্রে।আমি মুক্তিযুদ্ধের স্বপক্ষের দলের একজন কর্মি। সকল মুক্তিযোদ্ধা দের ও আমি অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আনোয়ার রহমান তোতা মিয়ার নেতৃত্বে নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগমকে ও অভিনন্দন জানান মুক্তিযোদ্ধারা।