কাইয়ুম চৌধুরীঃ
আহলে বাইয়াতে রাসুল (সাঃ) স্মরণে চতুর্থতম শাহাদাতে কারবালা মাহফিল ১৩ জুলাই রাত ব্যাপী হাটহাজারী কাটিরহাট পশ্চিম ধলই সফিনগর হিম্মত চৌধুরী বাড়ি সংলগ্ন খাইরিয়া দরবার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মাহফিল উদযাপন কমিটির সভাপতি, এইচ এম জসিম উদ্দিন জিকুর সভাপতিত্বে ও হাফেজ মাওলানা আতাউর রহমান এর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন হাজী সুলতান বিন সিরাজ মিয়া শাহী জামে মসজিদ( পাহাড়তরী, পানির কল) খতিব আলহাজ্ব মাওলানা মোঃ ওমর ফারুক নইমী (ম,জি, আ) , বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,কর্নেল হাট সিটি কর্পোরেশন বিপণী বিতান জামে মসজিদের খতিব হাফেজ মোঃ মনির উদ্দিন। দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন নায়েবে সাজ্জাদানশীল শফি নগরস্হ গাউছিয়া খাইরিয়া দরবার শরীফের শাহাজাদা মোহাম্মদ নিজাম উদ্দিন মাইজভান্ডারী।
মাহফিলে স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক,ধর্মপ্রাণ হাছান হোসাইন প্রেমীগন উপস্হিত ছিলেন।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply