সুনামগঞ্জ প্রতিনিধি:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশ-শিক্ষার্থী ও জনতার ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুলিশের বেপরোয়া আঘাতে আহত আমিনুল ইমলাম বকুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দনগর গ্রামের নিজ বাড়ীতে ফিরেছেন।
জানা যায়, গত ৫ আগষ্ট সিলেটের চৌহাট্রা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ-শিক্ষার্থী ও জনতার ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুলিশের বেপরোয়া আঘাতে আহত হন আমিনুল ইমলাম বকুল। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তী করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তী ও চিকিৎসা দেওয়া হয়। আমিনুল ইমলাম বকুল জাতীয় গণতান্ত্রিক পার্টি, জাগো পা সিলেট জেলা শাখার সভাপতি, জাতীয়বাদী সমমনা জোটের যুগ্ম আহবায় ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে একজন কর্মী।
এ বিষয়ে আমিনুল ইমলাম বকুল বলেন, আওয়ামীলীগ সরকার পতনের আন্দোলনে গিয়ে পুলিশের হামলায় গুরুতর আহত হয়েছি। তার পরও আমি খুশি যে, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। তিনি সকলের কাছে তার সুস্থ্যতার জন্য দোয়া কামনা করেন।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply