সীতাকুন্ড প্রতিনিধিঃ
সীতাকুন্ড উপজেলা কৃষকদলের বন্যা কররিত এলাকায় ত্রান বিতরন করেছে।
মঙ্গলবার (২৭ আগষ্ট) দুপুরে মিরসরাই উপজেলার বারৈয়ারহাট পৌরসভার ১ নং ওয়ার্ডে দলটির কেন্দ্রীয় কমিটির বন্যার্তদের মাঝে সহযোগিতার অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কেন্দ্রীয় বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব অধ্যাপক লায়ন আসলাম চৌধুরীর নির্দেশনায় উপজেলা কৃষক দলের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়। প্রদানকরা ত্রাণের মধ্যে ছিলো চাউল, ডাল,তেল,পেঁয়াজ, বাচ্চাদের চিপস,মোমবাতি,মুড়ি। তিন শতাধিক পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যানের উপস্থিতিতে কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ বদিউল আলম বদরুল,উপজেলা কৃষকদলের ভারপ্রাপ্ত সভাপতি মোজাম্মেল হক সমীর, সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বেলাল উদ্দিন, বারৈয়াঢালা ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ লিটন, বাঁশবাড়িয়া মোঃ কাসেম, ভাটিয়ারী ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ অছি উদ্দিন,কুমিরা ইউনিয়ন সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ, মোঃ নাছির উদ্দিন, মোহাম্মদ কায়সার।