ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতকে পরিমল সরকার (৩৮) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলার চৌহাটা গ্রামের মৃত নবগুন সরকারের ছেলে। দীর্ঘদিন ধরে সে পরিবার নিয়ে ছাতক পৌর শহরের মন্ডলীভোগ এলাকার নির্মল বাবুর বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল।
সোমবার রাতের কোন এক সময় গাছের ডালের সাথে গলায় লুঙ্গি পেঁছিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। সে দিন মজুরের কাজ করতো বলে স্থানীয়রা জানিয়েছেন।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর )সকালে গাছের সাথে লাশ ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয়রা থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে সকাল ১১টায় দিকে ছাতক-সিলেট সড়কের ছাতক পৌরসভার সীমান্তের সেতু থেকে মিত্রগাঁও রাস্তায় মধ্যখানের পূর্ব পাশের একটি গাছের ডালে গলায় পড়নের লুঙ্গি পেঁছানো ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। পরে ময়না তদন্ত শেষে লাশ তার স্ত্রীর ভাইয়ের জিম্মায় হস্তান্তর করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, প্রাথমিক অবস্থায় আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply