সুনামগঞ্জ প্রতিনিধিঃ
বৈষম্য বিরুধী ছাত্র আন্দোলনে শহীদ, আহত ও বন্যা দুর্গতদের জন্য দোয়া এবং দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ পতিত স্বৈরশাসক ও তার সহযোগী সহ সকল অপরাধীদের বিচারের দাবিতে বৃহস্পতিবার(৫সেপ্টেম্বর )বিকেল ৫ ঘটিকায় ছাতকের গোবিন্দগঞ্জে আল্লামা মামুনুল হকের এক পথ সভা অনুষ্ঠিত হয়।
পথ সভায় হাজারো মানুষের উপস্থিতিতে বাংলাদেশ খেলাফত মজলিস ছাতক উপজেলা সভাপতি মাওলানা আব্দুল কাদির এর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারী মাওলানা আলমাছ আলীর পরিচালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের সহকারী মহাসচিব মাওলানা আতাউল্লাহ, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ, ছাতক উপজেলা উলামা ঐক্য পরিষদের উপদেষ্টা শায়েখ আব্দুস সোবহান, হেফাজতে ইসলামের ছাতক উপজেলা সভাপতি শায়েখ আব্দুল হান্নান,বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট মহানগর শাখার কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস সালাম আল মাদানী, ছাতক উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবর আলী, সেক্রেটারী হাফিজ জাকির হোসাইন, সৈদেরগাও ইউনিয়ন জামায়াতে সভাপতি মাওলানা সালাহউদ্দিন,ছাতক উলামা ঐক্য পরিষদের উপদেষ্টা মাওলানা ইসকন্দর আলী,মাওলানা মোবারক আলী,মাওলানা বদরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন,ছাতক অনলাইন প্রেস ক্লাবের সভাপতি প্রভাষক মোশারফ হোসাইন, সাধারণ সম্পাদক সাজ্জাদ মাহমুদ মনির, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল সহ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, হেফাজতে ইসলাম ছাতক উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম, পৌর শাখার সভাপতি মাওলানা ইসলাম উদ্দিন, উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা কবির আহমদ, মাওলানা আব্দুল করিম,মাওলানা আব্দুর রহমান, সহ সাধারণ সম্পাদক মাওলানা শওকত আহমদ,খেলাফত মজলিস পৌর শাখার সভাপতি মাওলানা জহির আহমদ,জমিয়ত নেতা মাওলানা আজিজুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের পৌর সহ সভাপতি মাওলানা মুহিবুর রহমান উসমান,সাধারণ সম্পাদক হাফিজ জুবায়ের আহমদ প্রমুখ।
প্রধান অতিথি আল্লামা মামুনুল হক তাঁর বক্তব্যে বিগত ১৬ বছরের আওয়ামী লীগের দুঃশাসনের ইতিহাস উল্লেখ করে বলেন, বাংলাদেশের রজতজয়ন্তী উদযাপনের সময় বিশ্বের নেতৃবৃন্দকে দাওয়াতের পাশাপাশি ভারতের রাষ্ট্রপতিকে দাওয়াত দেওয়ার জন্য বলা হলে সাবেক প্রধান মন্ত্রী রাষ্ট্রপতিকে দিয়ে উনার হবে না নরেন্দ্র মোদীকেই উনার লাগবে তাই মোদিকে বাংলাদেশে আনেন। বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রী এমপি সহ যারা অপকর্ম এবং গুম খুনের সাথে সম্পৃক্ত ছিলো তাদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান। ভবিষ্যতে বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে ১৮ কোটি জনগণ দাঁত ভাঙ্গা জবাব দেয়ার জন্য প্রস্তুত রয়েছে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।