স্বপন কুমার রায়ঃ
না ফেরা দেশে চলে গেলেন বাজুয়া অখিল মন্ডলের একমাত্র পুত্র অয়ন মন্ডল (২২)।অয়নের পিতা অখিল মন্ডল দাকোপের হরিনটানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
অয়ন মন্ডল দাকোপ প্রেসক্লাবের সম্নানিত সদস্য প্রবীর রায় বাপ্পীর একমাত্র ভাগ্নে। তার এই অকাল মৃতুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাকে এক নজর দেখতে বাজুয়া বাসভবনে সর্বস্তরের মানুষেরভীড় জমে।অয়ন মন্ডল হার্টজনিত সমস্যায় ভুগছিল দুইমাস আগে উন্নত চিকিৎসার জন্য ভারতের চিন্নাই এর ভেলর এ চিকিৎসা নেয় সুস্হ হলে দেশে ফিরে আসে।
হঠাৎ করে বেশ কিছুদিন যাবৎ শাররিক অবস্হার অবনতির কারণে খুলনা সিটি মেডিকেল এ চিকিৎসাধীন ছিলেন। তাকে আইসিইউতে রাখা হয়েছিলো। আজ ৫ অক্টোবর শনিবার সকাল ৯ টার
দিকে সিটি মেডিকেল হৃদযন্ত্র ক্রিয়া বন্দ হয়ে মৃত্যু বরন করে।