সিলেট সংবাদদাতাঃ
করুণাঘন বুদ্ধ নির্দেশিত ভিক্ষু-সংঘের তিনমাস ব্যাপি বর্ষাবাস সমাপনান্তে প্রকৃষ্ট রূপে বরণ ও বারণের ব্রত নিয়ে পালিত হয় শুভ প্রবারণা পূর্ণিমা।
এ উপলক্ষে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চল
(১৮ অক্টোবর ) শুক্রবার সিলেট মহানগরীর মুসলিম সাহিত্য সংসদ মিলনায়তনে আয়োজন করেন প্রবারণা উৎসব ও চীবর দান এবং সংগঠনের সম্মানিত উপদেষ্টা বরনময় চাকমা’র সহধর্মিনী প্রয়াত চঞ্চলা খীসা’র তৃতীয় প্রয়াণ বার্ষিকী স্মরণে অষ্টপরিষ্কার সহ সংঘদান ও ধর্মদেশনা অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন, কুমিল্লা মৈত্রী বনবিহারের অধ্যক্ষ ভদন্ত নন্দসার থের। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষনা করেন কুমিল্লা মৈত্রী বন বিহারের উপাধ্যক্ষ ভদন্ত মুক্তানন্দ থের, প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মৈত্রী বন বিহারের অন্তেবাসী ভদন্ত বিনয়দর্শী থের।
প্রধান অতিথির আসন অলংকৃত করেন রাঙ্গামাটি নানিয়াচর মংখোলা বন বিহারের অধ্যক্ষ ভদন্ত করুনানন্দ থের,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মৈত্রীবন বিহারের অন্তেবাসী ভদন্ত জয় রক্ষিত ভিক্ষু।
স্বাগত ভাষন প্রদান করেন, অনুষ্ঠানের আহবায়ক বরনময় চাকমা, আরো বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক সেবু বড়ুয়া, সচিব সুজিত বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল’র উপদেষ্টা তপন কান্তি বড়ুয়া মান্না, সহকারী অধ্যাপক বরন কুমার চৌধুরী, সাধন কুমার চাকমা, ডা. প্রমথোস খীসা, বাবৌযুপ সিলেট অঞ্চল সভাপতি লিটন বড়ুয়া সহ-সভাপতি অংশু মারমা, শিমুল মুৎসুদ্দী, বাবৌযুপ সিলেট অঞ্চলের প্রতিষ্ঠাতা সভাপতি উৎফল বড়ুয়া।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক দিলু বড়ুয়া। অনুষ্ঠানে পূজনীয় ভিক্ষু-সংঘ প্রবারণার তাৎপর্য শীর্ষক সারগর্ভ ধর্মদেশনা করেন এবং বিশ্বশান্তি ও দেশের সমৃদ্ধি-সম্প্রীতি কামনায় সমবেত প্রার্থননসহ প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply