মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টারঃ
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ শিশির রঞ্জন চক্রবর্তীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
তাঁর জায়গায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মেডিকেল কলেজটির শিশু বিভাগের সহযোগী অধ্যাপক মো. জিয়াউর রহমান চৌধুরী।
গতকাল মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ মকবুল হোসেনের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে শিশির রঞ্জন চক্রবর্তীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করার বিষয়টি উল্লেখ করা হয়েছে। তবে তাঁকে ওএসডি করার কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সরাসরি শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেওয়ায় গত ১ সেপ্টেম্বর এমএজি ওসমানী মেডিকেল কলেজের ছয় শিক্ষককে শিক্ষা কার্যক্রম থেকে বিরত রাখতে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। সে সময় অধ্যক্ষ শিশির রঞ্জন চক্রবর্তীর বিরুদ্ধেও শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থানের অভিযোগ উঠেছিল।
শিশির রঞ্জন চক্রবর্তী বলেন, তাঁকে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করার বিষয়টি তিনি প্রজ্ঞাপনের মাধ্যমে জানতে পেরেছেন।
গত বছরের ১২ ফেব্রুয়ারি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে তাঁকে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে তিনি মেডিকেল কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।