স্বপন কুমার রায়,খুলনা ব্যুরো প্রধানঃ
প্রতিবেশী সংরক্ষিত ওয়াডের ইউপি সদস্য শিউলি পারভীন গত ২ নভেম্বর ২০২৪ শনিবার তারিখের সাংবাদিক সম্মেলএর বিরুদ্ধে পাল্টা পাল্টি সংবাদ সম্মেলনে বসতবাড়ি সামনে রাস্তার কাজের জন্য ইউনিয়ন পরিষদ কতৃক বরাদ্দের টাকা কাজ না করে আত্মসাৎ করা। এছাড়া অব্যহত হুমকি ও শাররীক নির্যাতনের বিষয় তুলে ধরে দাকোপ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেনমোঃফারুক আহমেদ মোল্ল্যা।
মঙ্গলবার বেলা ৩ টার দিকে প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতায়
দাকোপের পানখালী ইউপির সংরক্ষিত ৭, ৮ ও ৯ নং সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য এবং খোনা গ্রামের জাহিদুর মোল্যার স্ত্রী শিউলী পারভীন এর বিরুদ্ধে বলেন, আমাদের প্রতিবেশী বিগত নির্বাচন কে কেন্দ্র করে আমাদের সাথে পরিকল্পিতভাবে শত্রুতা করে আসছে। কিন্তু শিউলি পারভীন সেই থেকে তুচ্ছ ঘটনা নিয়ে আমাদরকে অকথ্য ভাষায় গালি গালাজ সহ শাররীকভাবে লাঞ্চিত করে আসছে।তাহার বেপরোয়া আচারনে ভীত হয়ে আমরা ইউনিয়ন পরিষদে অভিযোগ করেও কোন সুফল পায়নি। বর্তমানে প্রতিনিয়ত আমাদের স্ব পরিবারে হামলা মামলা ও ক্ষয়ক্ষতির হুমকি অব্যহত রেখেছে।
সে সংরক্ষিত সদস্য হিসাবে ক্ষমতার বলে মিথ্যা অভিযোগে খোনা গ্রামের মুন্না, লিটন, মুকুল এলাকার চিহ্নিত মাদকসেবী বলে ভিত্তিহীন বানোয়াট সংবাদ সম্মেলন করছে।
তার এহনো অব্যহত হামলা নির্যাতন ও হুমকির ভয়ে আমরা দাকোপ থানায় তার বিরুদ্ধে সাধারণ ডায়েরী করি যার নং ১৬৭ তাং ৪/১১/২৪। এ ছাড়া সেনা ক্যাম্পে ও তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছি। এ ব্যাপারে অভিযুক্ত শিউলি পারভীন
নাম্বারে যোগাযোগ করলে তিনি বলেন রাস্তার কাজ অধিকাংশ করেছি। আর মটির অভাবে বাঁকী কাজ করতে পারেনি শুকনা মৌসুমে কাজ করে দেবো।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন , প্রতিবেশী আব্দুস ছালাম,মোল্ল্য এনামুল করির,আমিরুল ইসলাম মোল্লা, লিটন মোল্লা সহ আরো অনেকে উপস্থিত থেকে অভিযোগের পক্ষে সহমত পোষন করেন।