সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতকে মো. হুসাইন আহমদ নামে মাদরাসা পড়–য়া ১২ বছরের এক কিশোর নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। গত ৩০ অক্টোবর বুধবার উপজেলার খুরমা উত্তর ইউনিয়নের সেওতরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে একই ইউনিয়নের নয়ামৈশাপুর গ্রামের মৃত. মাওলানা আব্দুস সালামের ছেলে। নিখোঁজ মো. হুসাইন আহমদ এর পরিবার সুত্রে জানা যায়, প্রায় ৩ বছর যাবৎ সেওতরপাড়া গ্রামে নানার বাড়ীতে থেকে পড়াশুনা করছিল মো. হুসাইন আহমদ। সে ঐ গ্রামের ইবতেদায়ী মাদরাসায় পড়াশুনা করতো। ঘটনার দিন সকাল আনুমানিক সাড়ে ৭ ঘটিকার দিকে মাদরাসার যাবার কথা বলে সে বের হয়ে যায়। যথা সময়ে মাদরাসা থেকে না ফেরায় মো. হুসাইন আহমদ এর সন্ধান করতে মাদরাসায় যান তার পরিবার। সেথানে গিয়ে জানতে পারেন সে মাদরাসায় যায়নি। এর পর তারা আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজ খবর নিয়ে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় নিখোঁজ হুসাইন আহমদ এর মামা আলী আহমদ গত ৩১ অক্টোবর ছাতক থানায় একটি সাধারন ডায়েরি নং-১৬৩৩ দায়ের করা হয়েছে।
শারীরিক গড়ন: চোখ: কালোমনি, মুখের আকৃতি: লম্বাটে, চামড়ার রঙ: শ্যামলা, উচ্চতা: প্রায় ৪ ফুট ৮ ইঞ্চি, নাক: লম্বা, কপাল প্রশস্থ। নিখোঁজ হওয়ার সময় তার পড়নে ছিল কালো রঙ্গের টাউজার, লাল-খয়েরি রঙ্গের পাঞ্জাবি মাথায় কালো রঙ্গের টুপি।
এ বিষয়ে নিখোঁজ মো. হুসাইন আহমদ এর মা মোছা: রাজিয়া বেগম জিডি এন্ট্রির সত্যতা স্বীকার করে বলেন, কোন সহােদয়বান ব্যক্তি যদি হুসাইন আহমদ এর সন্ধান পেয়ে থাকেন সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানান। এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান জিডি এন্ট্রির সত্যতা নিশ্চিত করেছেন।